ওমানের মাস্কাটে আজ অনুশীলন করেনি বাংলাদেশ ক্রিকেট দল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
- / ১৭৩০ বার পড়া হয়েছে
ওমানের মাস্কাটে আজ অনুশীলন করেনি বাংলাদেশ। বিশ্রামে কাটিয়েছেন ক্রিকেটাররা।
আরব আমিরাতে বৃহস্পতিবার শেষ আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলে টাইগাররা। ম্যাচ শেষে রাতেই ওমানের মাস্কাটে পৌঁছায় বাংলাদেশ। ক্লান্তি দুর করতেই আজ অনুশীলন করে বাংলাদেশ। একদিন বিরতি দিয়ে কাল অনুশীলনে নামবে মাহমুদউল্লাহ বাহিনী। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এদিকে, বিশ্বকাপ কাপকে সামনে রেখে নতুন সাজে সেজেছ বাংলাদেশের ম্যাচ ভেন্যস আল আমরাত স্টেডিয়াম। সাজানো হয়েছে গ্যালারী। ডিজিটাল স্কোরবোর্ড। শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যস্ত মাঠ কর্মী থেকে শুরু করে উর্ধতন কর্মকর্তারা।