ওমান প্রথমবারের মতো হয়েছে বিশ্বকাপের আয়োজক

- আপডেট সময় : ০৭:৪৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
ওমান প্রথমবারের মতো হয়েছে বিশ্বকাপের আয়োজক। আইসিসির পূর্ণ সদস্য না হয়েও এই মর্যাদা তারা পেয়েছে। কিন্তু ওমানের পথ ঘাট দেখে বোঝার উপায় নেই ওমান বিশ্বকাপের আয়োজক।
তবে ব্যতিক্রম ওমানের বাংলাদেশী প্রভাসীরা। যাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এবারের বিশ্বকাপ। প্রত্যাশা এবার বিশ্বকাপ জিতবে বাংলাদেশ।
রাজধানী মাসকাটের কোথাও চোখে পড়বে না বিশ্বকাপের কোনো ব্যানার কিংবা পোস্টার। বিশ্বকাপ ঘিরে মাসকাটের আয়োজন সীমাবদ্ধ আল আমরাত স্টেডিয়ামে। মাসকাটের স্থানীয় অনেক বাসিন্দা জানেনই না তাদের দেশ বিশ্বকাপের আয়োজক। বলা যায় বিশ্বকাপের উচ্ছ্বাসটা শুধু এখানকার বাংলাদেশিদের মধ্যেই সীমাবদ্ধ।
প্রখোর রোদে দীর্ঘ লাইন। সেই দুপুর থেকে দাড়িয়ে।
উপলক্ষ সাকিব মাহমুদউল্লাহদের সমর্থন দেয়া, বাংলাদেশ জয়ের সাক্ষী হওয়া।
ওমানে প্রায় পাঁচ লাখেরও বেশি বাংলাদেশির বাস। অথচ ওমান একাডেমি মাঠের দর্শক ধারণক্ষমতা মাত্র ৩ হাজার। তাই টিকিট না পাওয়ার আক্ষেপও আছে কারো কারো।
প্রখোর রোদ, ক্লান্তি আর টিকিট না পাওয়ার হাহাকার, তারপরও তাদের চোখে মুখে রাজ্যের আনন্দ। তাদের প্রত্যাশা মাহমুদউল্লাহর দল বিশ্বকাপে এনে দেবে আরো অনেক বড় উৎসবের উপলক্ষ্য।