ওবায়দুল কাদেরের ভাইয়ের এ বক্তব্যই দেশের বাস্তব চিত্র: ডা. শাহাদাত হোসেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
সুষ্ঠু নির্বাচন হলে সারাদেশের কোথাও আওয়ামী লীগের প্রার্থীরা জিততে পারবে না– ওবায়দুল কাদেরের ভাইয়ের এ বক্তব্যই দেশের বাস্তব চিত্র বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন।
সকালে চট্টগ্রামের একটি রেষ্টুরেন্টে মহানগর বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভায় একথা বলেন তিনি। ডা. শাহাদাত আরো বলেন, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে ইভিএমের ভোটচুরির নতুন কৌশলের সফল ট্রায়াল দিচ্ছে সরকার। তবে জনগণ আজ ঐক্যবদ্ধ হয়েছে– চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন থেকেই বিএনপির নেতৃত্বে সরকারের এই ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ। ২৭ জানুয়ারী চসিক নির্বাচনে জনগণের রায় ছিনতাইয়ের চেষ্টা করলে চট্টগ্রাম থেকেই সরকার পতন আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি জানান ডা. শাহাদাত হোসেন।


















