ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন
- আপডেট সময় : ১০:১৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
- / ১৬২৫ বার পড়া হয়েছে
আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে দিবসটি উদযাপনের জন্য ঐতিহাসিক আম্রকানন ও মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সসহ এর চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুজিবনগর দিবসের আলোচনা সভায় বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখবেন।
১৯৭১ সালের ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার মেহেরপুর জেলার তৎকালীন বৈদ্যনাথতলা বর্তমান মুজিবনগর আম্রকাননে শপথ গ্রহণ করে। তাই বাঙ্গালী জাতির জীবনে দিনটি স্মরনীয়। বিগত তিন বছর করোনার কারনে ঐতিহাসিক মুজিবনগর দিবসটি সে ভাবে উদযাপন হয়নি। পবিত্র মাহে রমজানের কারনে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ দেওয়া হয়েছে এ বছর। ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত থাকবেন। মুজিবনগর কমপ্লেক্সের পুরোপুরি বাস্তাবায়ন চান দর্শনার্থীসহ স্থানীয়রা
মুজিবনগর দিবস পালন উপলক্ষে চার স্তর বিশিষ্ঠ নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করা হয়েছে। আইনশৃংখলা স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে ১৭ই এপ্রিল পালনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মুজিবনগরের কমপ্লেক্সের কাজ সম্পন্ন করার জন্য অর্থ বরাদ্দ হয়েছে জানিয়ে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন দ্রতই নির্মাণ কাজ শুরু করা হবে।

























