এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী ইমাম উদ্দিন রিয়াদকে আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৭১৫ বার পড়া হয়েছে
ফেনীর দাগনভূঞা থেকে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী ইমাম উদ্দিন রিয়াদকে আটক করেছে রেব।
গেলো রাতে উপজেলার রাজাপুর বাজার থেকে তাকে আটক করা হয়। রেব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান জানান, ইমাম উদ্দিন রিয়াদ ফেসবুকে ম্যাচেঞ্জার গ্রুপ খুলে শিক্ষার্থী ও অভিবাবকদের কাছে বিকাশে লেনদেনের মাধ্যমে প্রশ্ন বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় রেব। অভিযানের এক পর্যায়ে প্রশ্ন ফাঁসকারী রিয়াদকে দাগনভূঞা বাজারের একটি দোকান থেকে আটক করা হয়। তিনি আরো জানান, আটক রিয়াদ প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সক্রিয় সদস্য।