এসএটিভিতে সংবাদ প্রচারের পর মানসিক ভারসাম্যহীন মানুষগুলোর পাশে পুলিশ সুপার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
এসএটিভিতে সংবাদ প্রচারের পর গাইবান্ধায় মানসিক ভারসাম্যহীন মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন পুলিশ সুপার তৌহিদুল ইসলাম। রাতে তিনি শহরের বিভিন্ন অলিগলি ঘুরে ১৫ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মাঝে খাবার বিতরণ করেন।
এ সময় তার সাথে ছিলেন সদর থানার ওসি খান মোহাম্মদ শাহারিয়ার, টি আই নূর আলম সিদ্দিকসহ পুলিশ কর্মকর্তারা। পুলিশ সুপার জানান, এখন থেকে প্রতিদিন মানসিক ভারসাম্যহীন মানুষের মাঝে খাবার বিতরণ চলমান থাকবে। পাশাপাশি সিভিল সার্জনের সাথে কথা বলে তাদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থাও করা হবে। করোনা ভাইরাসের কারণে খাবারের দোকানগুলো বন্ধ থাকায় খাবার পাচ্ছিল না মানসিক ভারসাম্যহীনরা। গত ৮ জুন এসএ টিভিতে গাইবান্ধা শহরে মানসিক ভারসাম্যহীনদের খাদ্য সংকটে ভোগার একটি প্রতিবেদন প্রচারিত হলে একে গুরুত্বের সাথে নেয় পুলিশ বিভাগ।