এসএ টিভিকে সম্মাননা দিয়েছে ব্রাহ্মণপাড়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
- / ১৭৮১ বার পড়া হয়েছে
জুলাই-আগষ্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিশেষ অবদান রাখায় এসএ টিভিকে সম্মাননা দিয়েছে ব্রাহ্মণপাড়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
সন্ধ্যায় রাজধানীর শান্তিনগরে অরাজনৈতিক এই সংগঠন আয়োজিত এক প্রীতি সমাবেশে এই সম্মাননা প্রদান করা হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৩২ গুণীজনকেও সম্মাননা ক্রেস্ট দিয়েছে সংগঠনটি। ফাউন্ডেশনের সভাপতি মো. শরিফুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। প্রীতি সমাবেশে বক্তারা বলেন, ব্রাহ্মণপাড়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা, চিকিৎসা, দারিদ্র্য বিমোচনসহ নানা জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।






















