এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সাথে জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ভাগ্নে, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান আহসান আদেলুর রহমান।
দুপুরে ঢাকার গুলশানে এসএটিভি কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এবং তাঁর রাজনীতি ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন তারা। পরে এসএ গ্রুপের কর্ণধার সালাহউদ্দিন আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের কর্মময় জীবনের ছবি সম্বলিত সচিত্র গ্রন্থ ‘সময়ের আয়নায় পল্লীবন্ধু’র দ্বিতীয় সংস্করণের সৌজন্য কপি উপহার দেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আদেলুর রহমান। এসময় এসএটিভির উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।