নানা আয়োজনে নড়াইলে এস এম সুলতানের ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
- / ১৭২২ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস, এম, সুলতানের ২৯তম মৃত্যুবার্ষিকী নড়াইলে নানা আয়োজনে পালিত হয়েছে।
দিনটি যথাযথভাবে পালন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এস.এম. সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে শিল্পী সুলতানের রূহের মাগফেরাত কামনা করে কোরআন খানী, চিত্রশিল্পী এসএম সুলতানের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, সুলতান স্মৃতি সংগ্রহশালায় আর্টক্যাম্প, এসএম সুলতান শিশুস্বর্গে শিশুদের লেখা পত্র প্রদর্শনী ও পাপেট শোর আয়োজন করা হয়। এবং বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও আদম সুরত প্রদর্শনী ও পালাগানের আসর এর আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, এস, এম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে শিল্পীর সমাধিতে পুস্পস্তবক অর্পন করা হয়।