এরশাদের প্রতিকৃতিতে দলের মহাসচিব চুন্নুর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মীরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
- / ১৬২৩ বার পড়া হয়েছে
রাজধানীর কাকরাইলে এইচএম এরশাদের প্রতিকৃতিতে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মীরা।
কাকরাইলে পার্টির কেন্দ্রীয় অফিসের সামনের স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান তারা। পরে দলের অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় মুজিবুল হক চুন্নু বলেন, এরশাদের ৯ বছরের শাসনামলে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু গত ৩৩ বছরে আওয়ামী লীগ ও বিএনপি দেশ শাসন করে একটি লুটেরা সমাজ তৈরি করেছে। মানুষের ভোটের অধিকার ও মানবাধিকার কেড়ে নেয়া হয়েছে। দেশের মানুষ আর তাদের কাউকে ক্ষমতায় দেখতে চায় না। তাই আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি।