এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় ১৭৬ পৃষ্ঠার বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন গ্রহণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
- / ১৬০৯ বার পড়া হয়েছে
সিলেটের এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় ১৭৬ পৃষ্ঠার বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট।
শুনানি আগামী ১লা নভেম্বর। সোমবার সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এই প্রতিবেদন জমা দেয়া হয়। এর আগে গত ২৯শে সেপ্টেম্বর বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেন বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গত ২৫শে সেপ্টেম্বর স্বামীকে আটকে রেখে তরুণীকে ধর্ষণের শাহপরাণ থানায় মামলা দায়ের করেন ওই তরুণীর স্বামী।
























