এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি মাসুমকে ৫ দিনের রিমান্ডে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
বহুল আলোচিত সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ দলবদ্ধ ধর্ষণ মামলার অজ্ঞাত নামা আসামি মাসুমকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
সকালে আদালতে রিমান্ড আবেদন জানালে এই আদেশ দেন জেলার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আবুল কাশেম এ্ আদেশ দেন। এর আগে মঙ্গলবার রাতে তাকে সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের গরমা গ্রাম থেকে মামলার এজাহারভুক্ত আসামি তারেককে গ্রেফতার করা হয়। রেব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এ ধর্ষণের ঘটনায় তালিকাভুক্ত ৬ আসামি ও অজ্ঞাতনামা আরো দুইজনসহ আট জনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে।























