এমপি হাজী সেলিমের পুত্র ইরফান ও তার দেহরক্ষীকে আজ অস্ত্র মামলায় আদালতে তোলার কথা

- আপডেট সময় : ০১:০০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ১৭৩৬ বার পড়া হয়েছে
নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খানকে মারধরের ঘটনায় গ্রেফতার এমপি হাজী সেলিমের পুত্র- ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষীকে আজ অস্ত্র মামলায় আদালতে তোলার কথা রয়েছে। তবে, ইরফানকে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখার কথাও জেল সূত্রে জানানো হয়েছে। এদিকে, ইরফানের ব্যক্তিগত সহকারী গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার গভীর রাতে এরফানের ব্যক্তিগত সহকারী এবি সিদ্দিক দীপুকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়।
রোববার রাতে কলাবাগানে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফকে মারধরসহ তাঁর স্ত্রীকেও লাঞ্ছিত করার অভিযোগে ইরফান, তার সহযোগী ও গাড়ির চালককে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে ইরফানের চকবাজারের বাড়িতে ৯ ঘণ্টা অভিযান চালায় রেব। অভিযানে বিদেশী মদ, অবৈধ দুটি আগ্নেয়াস্ত্র, ৩৮টি নিষিদ্ধ ওয়াকিটকি এবং হ্যান্ডকাপ উদ্ধার শেষে দু’জনকে একবছর করে কারাদন্ড দেয় রেবের ভ্রাম্যমান আদালত।
এদিকে, স্থানীয় সরকার আইন ২০০৯ অনুযায়ী এ ধরনের অপরাধের জন্য মেয়র বা কাউন্সিলররা বরখাস্ত হয়ে থাকেন। এ আইনের ১২ ধারা অনুযায়ী বরখাস্ত হতে পারেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান আহমেদ সেলিম।