এমপি পাপুলের অবৈধ সম্পত্তি জব্দের আবেদন করেছে সিআইডি

- আপডেট সময় : ০৭:২৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
লক্ষীপুর-২ আসনের এমপি পাপুলের, মানবপাচারে অর্জিত অবৈধ সম্পত্তি জব্দ করতে, আদালতে আবেদন করেছে সিআইডি। এমন তথ্য জানিয়েছেন সংস্থাটির প্রধান, ব্যারিষ্টার মাহবুবুর রহমান। অনুসন্ধানে পাপুল এবং তার স্বজনদের ১৩টি ব্যাংকে ৫২৬টি অ্যাকাউন্টের সাড়ে ৩শ’ কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি। দুপুরে মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব তথ্য জানান ব্যারিষ্টার মাহবুবুর রহমান।
সাম্প্রতিক সময়ে মানবপাচার এবং অর্থপাচার মামলায় আলোচিত এক নাম, লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুল।গেল ৬ জুন, কুয়েত সিটির বাসা থেকে শহিদ ইসলামকে গ্রেপ্তার করে দেশটির গোয়েন্দারা। আগামী ২৮ জানুয়ারি পাপুলের মানব ও অর্থ পাচার মামলার রায় ঘোষণা করবে কুয়েতের আদালত। অন্যদিকে গেল ১১ নভেম্বর কুয়েতে গ্রেপ্তার লক্ষ্মীপুর-২ আসনের এমপি পাপুল ও তাঁর স্ত্রী সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা ইসলামের বিরুদ্ধে ২ কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১৪৮ কোটি টাকার অর্থপাচারের অভিযোগে মামলা করে দুদুক।
এমন বাস্তবতায় পাপুল ও তার স্বজনদের অর্থপাচার মামলার বিস্তারিত জানতেই সিআইডি কার্যালয়ে সাংবাদিকরা। এ সময় কথা বলেন, সংস্থার প্রধান অতিরিক্ত আইজি ব্যারিষ্টার মাহবুবুর রহমান।পাপলুসহ ছয়জন আর তার স্বজনদের দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থপাচারের মামলা করেছে সিআইডি। তবে, তদন্তে আরো কয়েকজনের সম্পৃক্ততা উঠে আসবে বলেও মনে করেন সিআইডি প্রধান।
এসময় কানাডায় আত্মগোপনে থাকা অর্থ পাচারকারি পি কে হালদারের আর্থিক দুর্নীতির তদন্ত চলছে বলেও জানান সিআইডির এই শীর্ষ কর্তকর্তা।