এমডিজির মত এসডিজি বাস্তবায়নেও বাংলাদেশ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হবে : পররাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় : ০৭:৫৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
এমডিজির মত এসডিজি বাস্তবায়নেও বাংলাদেশ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হবে- এমন আশা ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তবে এক্ষেত্রে বেসরকারী খাতকেই বেশি এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে রাজধানীর একটি হোটেলে এসডিজি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে মন্ত্রী এসব বলেন।
মিলিনিয়াম ডেভলপমেন্ট গোল বা এমডিজি অর্জনে বাংলাদেশ বেশ সফলতার সঙ্গেই উত্তীর্ণ হয়েছে। তারপর সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজির ১৭টি লক্ষ্য বাস্তবায়নের দিকে এখন মনোযোগী সারা বিশ্ব। প্রস্তুতি রয়েছে বাংলাদেশেরও। রাজধানীর একটি হোটেলে গ্রিন ডেল্টা ইন্সুরেন্স আয়োজিত এসডিজির অগ্রগতি বিষয়ক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বললেন, এসডিজি অর্জনে প্রয়োজন অনেক বিনিয়োগ। তবে তা অসম্ভব নয়। তিনি বলেন সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করলে লক্ষ্য অর্জন কঠিন হবে না।
অনুষ্ঠানে যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট চ্যাটার্সন ডিকসন সহ উন্নয়ন সহযোগী সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।