এবারের বাংলা নববর্ষ আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
এবারের বাংলা নববর্ষ আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃত্যু ও সংক্রমণ পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় জনসমাগম বন্ধে এই সিদ্ধান্ত।
তবে অনলাইন বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেয়া হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বলেছে, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ আয়োজনে কোনো অবস্থাতেই জনসমাগম করা যাবে না। বুধবার মন্ত্রণালয়ের উপসচিব আ স ম হাসান আল আমিন স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ জন। এ সময়ে করোনা ধরা পড়েছে ৭ হাজার ৬২৬জনের। গত বছরও করোনা পরিস্থিতির জন্য ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠান বাতিল করা হয়।