এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:৫১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
অতীতের যে কোন সময়ের তুলনায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ঈদযাত্রায় জনগণের কষ্ট হয়নি বলে ঈর্ষায় জ্বলছে বিরোধীরা। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কোন দূর্বৃত্তের জায়গা আওয়ামী লীগে নেই। ঢাকা ও চট্টগ্রামে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সরকারি বাসভবনে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
এবারের ঈদ যাত্রা নাকি স্বস্তিদায়ক হয়নি, বিরোধীদলীয় নেতাদের এমন অভিযোগের জবাব দেন ওবায়দুল কাদের।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা জিতেন্দ্র গুহকে দেখতে যান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
জিতেন্দ্র গুহর ওপর হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলেও জানান ড. হাসান মাহমুদ।