এবার চা মৌসুম উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯
- / ১৬২৭ বার পড়া হয়েছে
চলতি বছর চা মৌসুমের শুরুতে অনুকূল আবহাওয়া ও আগাম বৃষ্টিপাত এবং মৌসুম শেষে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত হওয়ায় এবার চা মৌসুম উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চা উৎপাদনে সংশ্লিষ্টরা বলছেন, চা উৎপাদনে অতিতের সব রেকর্ড ছাড়িয়ে বিশ্বে নতুন রেকর্ড গড়বে এবার বাংলাদেশ।
গেলো বছর বাংলাদেশে চা উৎপাদন হয় ৮২ দশমিক এক তিন মিলিয়ন কেজি। এবছর চা উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৯৫ মিলিয়ন কেজি থেকে ১২০ মিলিয়ন কেজি চা উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
দেশের বিভিন্ন চা বাগানে গেলো মার্চ মাসের মাঝামাঝি থেকে চা পাতা চয়ন শুরু হলেও মৌলভীবাজারে চা পাতা চয়ন শুরু হয়েছে দুসপ্তাহ হলো।এই জেলায় ৯৩টি চা বাগান রয়েছে। মৌসুমের শুরু এবং শেষে ভালো বৃষ্টিপাত হওয়াকে গোল্ডেন রেইন’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।