এডিস মশা নিধনে উত্তর সিটির বিশেষ অভিযান
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
- / ১৭৩৩ বার পড়া হয়েছে
এডিস মশা নিধনে সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
সকাল দশটার পর রাজধানী মগবাজারের এই অভিযান শুরু হয় হয়। উত্তর সিটির ১০ অঞ্চলে এই অভিযান চালানো হবে। কার্যক্রম উদ্বোধন করেন উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা। এ সময় তিনি বলেন, ডেঙ্গু নগর কেন্দ্রিক সমস্যা হলেও এখন তা সারাদেশে ছড়িয়ে যাচ্ছে। প্রত্যেককে নিজ নিজ বাড়ি পরিস্কার রাখার আহ্বান জানান তিনি। এ ব্যাপারে নগরবাসীর সহযোগিতাও চান। পরে নির্মাণাধীন একটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় অর্থ জরিমানা করে মোবাইল কোর্ট।






















