এগিয়ে থেকেই বক্সিং ডে টেস্টের প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৮২ বার পড়া হয়েছে
এগিয়ে থেকেই বক্সিং ডে টেস্টের প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। মেলবোর্নে প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ১৮৫ রানে অলআউট করে দিয়েছে অজিরা। জবাবে ১ উইকেটে ৬১ রান নিয়ে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।
প্রথম দিন শেষে ১২৪ রানে পিছিয়ে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় অজিরা। ৩৮ রানে ওয়ার্নার আউট হলে ভাঙ্গে হ্যারিসের সঙ্গে ৫৭ রানের উদ্বোধনী জুটি। এরপর নাথান লায়নকে নিয়ে আর কোন বিপদ হতে দেননি হ্যারিস। দ্বিতীয় দিন শুরু করবেন এই জুটি। এর আগে, অজি বোলারদের তোপে সুবিধা করতে পারেনি ইংল্যান্ডের ব্যাটাররা। সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক জো-রুট। ৩৫ রান করেন জনি বেয়ারস্টো।তিনটি করে উইকেট নেন পেট কামিন্স ও নাথান লায়ন। ২ উইকেট শিকার মিচেল স্টার্কের। প্রথম দুই টেস্ট জিতে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।