এখনো করোনামুক্ত হননি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
এখনো করোনামুক্ত হননি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দ্বিতীয় দফা পরীক্ষায় রেজাল্ট পজিটিভ এসেছে। তবে তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন।
এমনটাই জানিয়েছেন তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল টিমের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিকী। এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়াকে আপাতত নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দ্বিতীয় সপ্তাহ পার হয়ে গেছে।কোভিড জনিত বিপজ্জনক সময়টা উনি পার হয়ে গেছেন। এখন তিনি আশঙ্কামুক্ত। চিকিৎসক আরও জানান, হাসপাতাল থেকে বাসায় আসার পর থেকে এক বছর তিনি কোয়ারেন্টিনের মতোই ছিলেন। কোভিড রিলেটেড নানা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শারীরিক অন্য টেস্ট করানো হবে।





















