একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন শুরু হচ্ছে আজ বিকাল ৪টায়

- আপডেট সময় : ১২:২৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
- / ১৬৮১ বার পড়া হয়েছে
চলতি একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন শুরু হচ্ছে আজ বিকাল ৪টায়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৫ অক্টোবর এই অধিবেশন ডেকেছেন। এটিই চলমান একাদশ সংসদের শেষ অধিবেশন। এরপর দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আর অধিবেশন বসবে না।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪ সেপ্টেম্বর ২৪তম অধিবেশনের সমাপনী বক্তব্যে বলেছেন, অক্টোবরে চলতি সংসদের আরেকটি অধিবেশন বসবে, সেটাই হবে শেষ অধিবেশন। এরপরই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। সংবিধান মোতাবেক সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকার বাধ্যবাধকতা আছে। সংসদের ২৪তম অধিবেশন গত ৩ সেপ্টেম্বর শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর শেষ হয়। দ্বাদশ সংসদ নির্বাচনের সাংবিধানিক সময়সীমার আগে ৬০ দিন সময় না থাকায় মাত্র ৩৭ দিনের মাথায় পরবর্তী অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি। শেষ এই অধিবেশন কত দিন চলবে, সেটি নির্ধারণ হবে অধিবেশন শুরুর আগেই।