একদিন পরই দুঃসংবাদ এলো পাকিস্তান দলে

- আপডেট সময় : ০৭:৩৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১৫৯২ বার পড়া হয়েছে
দলে পরিবর্তন আনার একদিন পরই দুঃসংবাদ এলো পাকিস্তান দলে। এবার ইনজুরির কারণে দল থেকে বাদ পড়লেন শোয়েব মাকসুদ। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে অভিজ্ঞ শোয়েব মালিককে। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পিঠের ইনজুরিতে পড়া মিডল অর্ডার ব্যাটসম্যান শোয়েব মাকসুদ এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি। এমনকি তিনি ঠিকঠাক হাঁটতেও পারছেন না। যে কারণে দল থেকে বাদ দেয়া হয়েছে শোয়েব মাকসুদকে। এর আগে গুঞ্জন সত্যি করে তিন ক্রিকেটারকে দলে ডেকেছে পাকিস্তান। ফখর জামান, সরফরাজ এবং হায়দারের জায়গা হয়েছে স্কোয়াডে। বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার আজম খান এবং পেসার মোহাম্মদ হাসনাইন। বিশ্বকাপ শুরুর মাত্র আট দিন আগে এই পরিবর্তন করে পাকিস্তান। দলের ভারসাম্য বাড়াতেই এমন সিদ্ধান্ত পাকিস্তানের। বিশ্বকাপে অংশ নিতে ১৫ অক্টোবর দুবাই যাবে পাকিস্তান। ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচে দিয়ে আসর শুরু করবে বাবর আজমরা।