একটি লিচু বাগান থেকে এক অটোচালকের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুরের হরিরামপুরে একটি লিচু বাগান থেকে মোহাম্মদ মোস্তফা নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মোস্তফা ওই গ্রামের খয়বার আলীর পুত্র। পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই অটোটি উদ্ধার করেছে।এ বিষয়ে আইনী ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।