র্যাবের অভিযানে অস্ত্র,গুলি ও কিছু টাকাসহ ইউনুস নামের একজনকে আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে অস্ত্র,গুলি ও কিছু টাকাসহ ইউনুস নামের একজন কে আটক করেছে।
র্যাব জানায়, গেল শুক্রবার রাতে রেব পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে একটি দল চাটমোহর উপজেলার নেংড়ী মোস্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে ইউনুসকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শাটারগান ও একটি কার্তুজ উদ্ধার করে। আটককৃত ইউনুস সদর উপজেলার কামারগ্রাম এলঅকার রাহেদ আলীর ছেলে। র্যাবের দাবী আটককৃত ব্যাক্তি দীর্ঘদিন ধরে নিজের কাছে অবৈধ অস্ত্র রেখে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।