একটি ছাগলের দুটি মাথা আর তিনটি মুখ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৭:১০ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
সৃষ্টিকর্তার সৃষ্টি সত্যি বিস্বয়কর। একটি ছাগলের দুটি মাথা আর তিনটি মুখ। ৩ দিন বয়সী বিদেশী জাতের এই ছাগল ছানাটি এখনও সুস্থ্ আছে।
গত বুধবার জন্ম নেয় এই ছাগল ছানাটি। যার মাথার মাঝখানে দুভাগে বিভক্ত। রয়েছে তিনটি ছোট ছোট মুখ।
নওগাঁ সদর উপজেলার ইকরকুড়ি গ্রামের স্মাগ ডেইরি ও গট খামারে বিদেশী জাতের এই ছাগলের জন্ম হয়। খামার মালিক জানান, এই খামারে ভারতীয় হরিয়ানা ও বারবারি জাতের ছাগল আছে।তবে সাধারণ ছাগলের মতই রয়েছে খাবার আর চলাফেরা।
এমন খবর ছড়িয়ে পড়লে ভিড় বাড়তে থাকে খামারে। ছাগলছানাটিকে এক নজর দেখতে প্রতিদিনিই ভিড় করছেন উৎসুক মানুষ।
জেলা প্রানী সম্পদ বিভাগ বলছে, বিভিন্ন কারনেই এমন বাচ্চার জন্ম হয়। তবে এর সঠিক কারন এখনই বলা যাচ্ছে না।