একটি গোষ্ঠী বাংলাদেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়: শিক্ষামন্ত্রী

- আপডেট সময় : ০৮:০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- / ১৬১৪ বার পড়া হয়েছে
গণমাধ্যম ও রাজনৈতিক দলগুলো বিদেশী কূটনীতিকদের বেশি গুরুত্ব দিচ্ছে বলে, তারাও বাড়াবাড়ি করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানশেষে এ কথা বলেন তিনি। ইতালি সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী শ্রমিকদের বৈধতা দেয়ার আহ্বান জানিয়েছেন বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। একই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি অভিযোগ করেন, একটি গোষ্ঠী বাংলাদেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়।
বাংলাদেশের অগ্রগতি নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ সম্পাদিত “দেশ এগিয়ে চলেছে” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা জানান, দেশের উন্নয়নের চিত্র তুলে ধরতে বইটি উল্লেখযোগ্য ভুমিকা রাখবে।
স্বাধীনতা বিরোধী শক্তি বারবার দেশকে পিছিয়ে দিতে চেষ্টা করেছে বলে অভিযোগ করেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।
অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী ডঃ আব্দুল মোমেন বলেন, কূটনীতিকদের বেশী গুরুত্ব দেয়ার কারণেই তারা বাড়াবাড়ি করছে।
অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্র ও দেশের সুশাসন- বিশ্বের কাছে তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয় বেশকিছু প্রকল্প হাতে নিয়েছে বলেও জানান এ কে আব্দুল মোমেন।