একজন মুজিবকে হত্যা করলেই তার আদর্শ ও স্বপ্নকে মুছে ফেলা যায় না : ধর্ম প্রতিমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
একজন মুজিবকে হত্যা করলেই তার আদর্শ ও স্বপ্নকে মুছে ফেলা যায় না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।
জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতার ৫০বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ধর্ম প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে স্বাধীনতার ৫০বছরে বাংলাদেশের মাথা পিছু আয় বেড়ে দুই হাজার ৫শ’ ডলারে উন্নতি হয়েছে। মহামারী প্রতিরোধে শতভাগ করোনা ভ্যাকসিন বিনা মূল্যে প্রদান করা হয়েছে বলেও জানান তিনি। সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরাসহ আরো অনেকে। এসময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হোন জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চোধুরী।