একক সিদ্ধান্তেই পদ্মা সেতু জানালেন প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৭:০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
বন্যা দুর্গত এলাকায় বিশেষ নজর দিতে প্রশাসনের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বন্যা মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। এছাড়া, পদ্মা সেতু প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তেই হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব দেখেছে আমরা পারি। সাফ চ্যাম্পিয়ন অনুর্ধ নারী ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা মিলনায়তনে সাফ চ্যাম্পিয়ন অনুর্ধ ১৯ নারী ফুটবল দলের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরো দৃঢ় করতে খেলাধূলার মান উন্নয়নের ওপর জোর দেয়ার নির্দেশ দেন। পাশাপাশি প্রতি উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরির কথাও জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, সিলেট বন্যা মোকাবেলায় সরকারের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেয়া হয়েছে। দুর্গতদের প্রতি আরো বেশি নজর দিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে নিজের একক সিদ্ধান্তে পদ্মাসেতু নির্মাণ করা হয়েছে।
কারো কাছে হাত পেতে না, বিশ্বের কাছে বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে থাকতে হবে বলে জানান প্রধানমন্ত্রী।