একই পরিবারের ৪ জনকে হত্যা মামলায় রাহানুরকে অভিযুক্ত করে চার্জশিট

- আপডেট সময় : ০৫:৫০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরার একই পরিবারের ৪ জনকে হত্যা মামলার আসামি রায়হানুর রহমান রাহানুরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে সিআইডি।
সাতক্ষীরার আদালতে এই চার্জশিট দেয়া হয়। দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা তুলে ধরেন অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক। রাহানুর একাই এই হত্যকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছে এবং তদন্তেও তা প্রমাণিত হয়েছে। এসময় তিনি বলেন, ইন্ডিয়ান সিরিয়াল- ক্রাইম পেট্রোল দেখে নানা কৌশলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে রাহানুল। তাই হত্যাকান্ডের আলামতও সু-কৌশলে গায়েব করেছে সে। এছাড়া তিনি আরো জানান, রাহানুর বেকার, পারিবারিক অভাব-অনটনের কারণে প্রায় ভাই ও ভাবীর সাথে ঝগড়া-বিবাদে অনেকবার অপমানিত হয়েছিল বলে জানান তিনি। তাছাড়া ভাই ও ভাবীকে হত্যার সময় শিশুরা দেখে ফেলায় তাদেরও হত্যা করা হয়েছে বলে জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।