এক সপ্তাহের ব্যবধানে হালদা নদীতে ফের ডিম ছেড়েছে দেশীয় প্রজাতির মাছ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
- / ১৬১৫ বার পড়া হয়েছে
এক সপ্তাহের ব্যবধানে দেশীয় মাছের একমাত্র প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে ফের ডিম ছেড়েছে রুই, কাতলা, মৃগেল, কালবাউশ প্রজাতির মাছ।
এর আগে গেল বৃহস্পতিবার ভোরে প্রথমবারের মতো ডিম ছাড়ে মা মাছ। কিন্তু ঘুর্ণীঝড়ের প্রভাব, পর্যাপ্ত বৃষ্টিপাতের অভার আর নদীতে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় কাঙ্খিত ডিম সংগ্রহ করতে পারেননি হালদাপাড়ের ডিম আহরণকারীরা। মঙ্গলবার থেকে মৌসুমের প্রথম ঘন বৃষ্টি শুরু হলে আজ সকাল থেকে পাহাড়ি ঢল নামে হালদায়। ডিমের অস্তিত্ব দেখে ডিম আহরণকারীরা নৌকা, জাল আর বালতি নিয়ে ভরা জোয়ারে নদীতে নেমে দেশীয় মাছের সাড়ে ৬ হাজার কেজি ডিম আহরোণ করে।