এক ব্যবসায়ীর কাছ থেকে পুলিশ পরিচয়ে ৪০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গা পৌর বাজারে এক ব্যবসায়ীর কাছ থেকে পুলিশ পরিচয়ে ৪০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে।
গতকাল স্বর্ণ ব্যবসায়ী পাপ্পু বিশ্বাস ভাঙ্গা থানার এএসআই বাবুল হোসেন ও তার সোর্স মেহেদী হাসান মৃদুল মুন্সীকে আসামি দিয়ে মামলাটি করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা ও মামলার তদন্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ গতকাল বিকেলেই অভিযুক্ত এএসআই বাবুল হোসেন ও সোর্স মৃদুলকে আটক করে। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে দুই জন। পরে, এএসআই বাবুলের ভাড়া বাড়ি থেকে ছিনতাই করা স্বর্ণ উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।























