এক বছরেও বের হয়নি অনার্স ফাইনাল পরীক্ষার ফলাফল

- আপডেট সময় : ০২:০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
এক বছরেও বের হয়নি অনার্স ফাইনাল পরীক্ষার ফলাফল। রয়েছে দীর্ঘ সেশনজটও। এমন অবস্থা নিয়েই প্রতিষ্ঠার এক যুগ পার করলো রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আর যুগ পূর্তির দিনটি থেকেই আন্দোলনে নেমেছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। তারা বলছেন, শিক্ষকদের অন্তঃকোন্দল ও সমন্বয়হীনতার কারণেই প্রকট হয়েছে সেশনজট। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সেসনজট নিরসন, অনলাইন ক্লাস চালু ও সময়মতো ফলাফল প্রকাশের দাবীতে সোমবার থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
ছাত্রছাত্রীদের অভিযোগ, গেল বছরের ডিসেম্বর মাসে অনার্স ফাইনাল পরীক্ষা দেয়ার পরও এখনো সেই ফলাফল প্রকাশ করা হয়নি। চার বছরের অনার্স কোর্স শেষ হয়নি সাত বছরেও। করোনার সময়ে অন্যান্য বিভাগ অনলাইন ক্লাস শুরু করাসহ ফলাফল প্রকাশ করলেও তাদের বিভাগের শিক্ষকেরা নেয়নি কোন পদক্ষেপ।
শিক্ষার্থীরা জানান, শিক্ষকদের দলাদলি ও সমন্বয়হীনতার কারণে বলি হতে হচ্ছে তাদের। এ সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে বিভাগীয় প্রধান ফল প্রকাশে দীর্ঘসূত্রিতায় নিজেদের ব্যর্থতা স্বীকার করেন। এদিকে দ্রুত সমস্যা সমাধানসহ শিক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দ্রুত ফলাফল প্রকাশ করে অনলাইন ক্লাস চালু এবং একাডেমিক ক্যালেন্ডার তৈরিসহ সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক হবার আহ্বান জানিয়েছে শিক্ষার্থীরা।