এক বছর পিছিয়ে গেলো নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
এক বছর পিছিয়ে গেলো নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ২০২১ সালে হওয়ার কথা থাকলেও ২০২২ সালে ৬ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে হবে ইউরোপের নারী ফুটবলের এ আসর। বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-উয়েফা।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে পুরুষদের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ এবং টোকিও অলিম্পিক ২০২১ সাল পর্যন্ত পিছিয়ে দেয়ার পর এবার নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও পেছানো হলো।
তবে, পূর্বনির্ধারিত ভেন্যু অনুযায়ী ইংল্যান্ডের আট শহরের দশ ভেন্যুতেই হবে ম্যাচ। উয়েফার প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন জানিয়েছেন, পুরুষদের টুর্নামেন্টের পাশাপাশি নারীদের ইউরো চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হলে, দুই টুর্নামেন্টেরই সমস্যা হবে। এ কারণেই নারীদের টুর্নামেন্ট এক বছর পিছিয়ে দেয়া হয়েছে।