এই সরকারের অধীনে কোন নির্বাচন জনগণ মেনে নেবে না : মির্জা আব্বাস
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৭৩৯ বার পড়া হয়েছে
এই সরকারের অধীনে কোন নির্বাচন জনগণ মেনে নেবে না মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেছেন, কমিশন নির্বাচনের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।
জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত ছাত্র যুব ফোরাম আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন সরকারের দালাল এবং জ্ঞানপাপী বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা কমিশনের এখতিয়ার কিনা সে প্রশ্ন তুলে বলেন, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কমিশন। দলের অন্য নেতারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনী রোডম্যাপ মেনে নেবে না বিএনপি। আগে রাজনৈতিক সমাধান পরে নির্বাচনে কমিশনের সাথে আলোচনা হতে পারে।




















