এই সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন হয় তা মানুষ বিশ্বাস করেনা : শামসুজ্জামান দুদু
- আপডেট সময় : ০৩:১৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
- / ১৭৮৯ বার পড়া হয়েছে
জনগণ আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না উল্লেখ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করেছেন বিএনপি নেতারা। সকালে জাতীয় প্রেসক্লাবে সামনে এক প্রতিবাদ সভায় এমন দাবি জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজনে তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহাল এবং বিদ্যুৎ পানি সংকটের প্রতিবাদে মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এসময় তত্ত্বাবধায়ক সরকার পুর্নবহালে সরকারকে সহায়তার আহ্বান জানান তিনি। এই সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন হয় তা মানুষ বিশ্বাস করেনা বলেও মন্তব্য করেছেন দুদু। তিনি আরো বলেন, বেগম জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা ও সাজা দিয়ে বন্দী করে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান। আপর দিকে জাতীয় প্রেসক্লাবে সামনে সোস্যাল ডেমোক্রেটিক পার্টির এক সমাবেশে আংশ নিয়ে বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন,সরকারের লুটপাটের বাজেটে গরিবের ভাগ্যের পরিবর্তন হবে না।






















