এই প্রথম নানা আয়োজনে রাজশাহীতে রেল দিবস উদযাপিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
এই প্রথম নানা আয়োজনে রাজশাহীতে রেল দিবস উদযাপিত হয়েছে। সকালে স্টেশন চত্ত্বরে বেলুন উড়িয়ে কর্মসুচির উদ্বোধন করে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ।
পরে ভিআইপি ওয়েটিং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, এক সময় রেল লোকসানী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। কিন্তু এখন সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে লোকসান কাটিয়ে উঠছে। আগামী ৩০ নভেম্বর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যমুনা নদীর ওপর রেলসেতুর নির্মাণকাজের উদ্বোধন করবেন। এটি চালু হলে রেলে অভূতপূর্ব সাফল্য আসবে বলেও জানান তারা। সভা শেষে কেক কাটা হয়।