ঋণ খেলাপি নিয়ে আপিল বিভাগের ক্ষোভ প্রকাশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৪:২৭ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- / ১৬১৮ বার পড়া হয়েছে
দেশের বড় বড় ঋণ খেলাপিরা শত শত কোটি টাকার ঋণ পরিশোধ প্রক্রিয়া ঠেকানোর জন্য আইনের আশ্রয় নেয় বলে ক্ষোভ প্রকাশ করেছে আপিল বিভাগ। এমন মন্তব্য করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, অথচ গরীব-কৃষকরা ১০ হাজার টাকা ঋণ পরিশোধের জন্য জেল খাটেন।
সোনালী ব্যাংকের ঋণ খেলাপির এক মামলার শুনানিতে এমন পর্যবেক্ষণ আদালতের। নারায়ণগঞ্জের এক ব্যবসায়ীর ঋণ পরিশোধে আপত্তি আবেদন খারিজ করে দিয়ে দ্রুত ঋণ পরিশোধের আদেশ দেয়া হয়। এ সময় আদালতে জানানো হয়, ১৯৯৭ সালে ফজলুর রহমান এন্ড কোং এর প্রতিষ্ঠানের নামে সোনালী ব্যাংকের মতিঝিল আঞ্চলিক শাখা থেকে ৩২ কোটি টাকা ঋণ নেয়া হয়। ২০১৭ সালে প্রতিষ্ঠানের প্রধান ফজলুর রহমান মারা গেলে ঋণ পরিশোধে অর্থঋণ আদালতে মামলা করে সোনালী ব্যাংক। পরে সুদসমেত ঋণ পরিশোধের অংক বেড়ে দাঁড়ায় প্রায় দেড়শো কোটি টাকা।