উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি
- আপডেট সময় : ০৫:১৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। করিম বেনজেমার দুর্দান্ত হ্যাট্রিকে পিএসজিকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল। ঘরের মাঠে স্পোর্টিং লিসবনের সাথে গোলশুন্য ড্র করেছে ম্যান সিটি।
সান্তিয়াগো বার্নাবুতে শুরু থেকেই আক্রমনাত্মক পিএসজি। ফিনিশিং ব্যর্থতায় বার বার গোল বঞ্চিত মেসি, নেইমার, এমবাপ্পেরা। তবে বিরতির আগেই দলকে এগিয়ে দেন এমবাপ্পে। বিরতি থেকে ফিরে বিবর্ন রিয়াল যেন রঙ ফিরে পায়। ৬১ মিনিটে করিম বেনজেমার গোলে সমতায় ফেরে রিয়াল। ১৫ মিনিট পরে আরো এক গোল বেনজেমার। ২-১ গোলে লিড নেয় দল। ৭৮ মিনিটে হ্যাট্রিক করে দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বেনজেমা। দুই লেগ মিলে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে স্পোর্টিং লিসবনের সাথে গোলশুন্য ড্র করেও শেষ আটে ম্যান সিটি। প্রথম লেগের ৫-০ গোলের জয়ে অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালের টিকিট পায় সিটি।










