উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামবে বি গ্রুপের চার দল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৮১ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কঠিন সমীকরণে রাতে মাঠে নামবে বি গ্রুপের চার দল। রাত দুইটায় স্যানসিরোতে লিভারপুলকে আতিথ্য দেবে এসি মিলান। একই সময়ে পোর্তোর মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ।
বি গ্রুপ থেকে এরইমধ্যে নকআউট পর্বে পা রেখেছে লিভারপুল। এসি মিলানের বিপক্ষে ম্যাচটা তাই নিয়মরক্ষার ক্লপ শীষ্যদের জন্য। অলরেডদের জন্য নিয়মরক্ষার হলেও, এই ম্যাচটির উপরই নির্ভর করছে এসি মিলানের নকআউট পর্ব। ৪ পয়েন্ট নিয়ে বি গ্রুপের তিনে থাকা রোজেনারিদের শুধু জিতলেই হবেনা, তাকিয়ে থাকতে পোর্তো অ্যাটলেটিকো ম্যাচের দিকেও। কেননা, দারুন ছন্দে থাকা লিভারপুলকে হারানোর মত অসাধ্য সাধন করলেও, তাদের শেষ ষোলোর পথ সুগম করতে অ্যাটলেটিদের কাছে হারতে হবে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকা পোর্তোকে।