উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আরো একবার বায়ার্ন মিউনিখের সাফল্য গাঁথা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আরো একবার বায়ার্ন মিউনিখের সাফল্য গাঁথা। এগারতম ফাইনালে হেক্সা মিশনে সফল জার্মান জায়ান্টরা। কিংসলে কোমানের একমাত্র গোলে প্যারিস সেইন্ট জার্মেইকে ১-০ গোলে হারিয়ে ইউরোপ শ্রেষ্ঠত্ব বাভারিয়ানদের। আর প্রথম শিরোপা জয়ের স্বাদ থেকে বঞ্চিত পিএসজি।
পর্তুগালের লিবসনে টানটান উত্তেজনার ফাইনালের প্রথম ৪৫ মিনিটে গোলের সুযোগ তৈরী করে সাফল্য আদায় করতে পারেনি পিএসজি-বায়ার্ন মিউনিখের ফুটবলাররা। তাতে প্রথমার্ধ থাকে গোলশূণ্য। বিরতির পরও চলে দু’দলের আক্রমণের মহড়া। কিন্তু গোল মিসে আক্ষেপের আগুনে পুড়েছেন নেইমার, এমবাপ্পে, ডি মারিয়ারা। তবে, ধারার বিপরীতে ম্যাচের ৫৯ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় বায়ার্ন মিউনিখ। ডেড লক ভাঙ্গেন কিংসলে কোমান। তাতেই শিরোপা উৎসবে মাতে জার্মান জায়ান্টরা।




















