উৎসাহ উদ্দিপনায় বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন পালিত হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে

- আপডেট সময় : ০১:৫৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
- / ১৬১৫ বার পড়া হয়েছে
উৎসাহ উদ্দিপনায় বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন পালিত হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে।
সূর্যদ্বয়ের সঙ্গে সঙ্গে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে ২১ বার তোপদ্ধনীর মাধ্যমে জন্মদিনের কর্মসুচী শুরু হয়। সকাল ৯টায় একই জায়গায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন বিভাগীয় কমিশনার এবিএম নোমান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভির, জেলা প্রশাসক মমিনুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানান। এছাড়া চট্টগ্রাম সেনা নিবাসের নিসর্গ চত্ত্বরে ১০১ট বেলুন উড়িয়ে জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন ২৪ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাইফুল আবেদীন। পড়ে বর্ণাঢ্য রেলি বের করেন সেনাসদস্যরা। এছাড়া বানৌজা ঈশা খাঁ ঘাটিতে নৌবাহিনী কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নগরজুড়ে নানান কর্মসুচী পালন করা হয়।