উর্ধ্বমুখী বাজারদরে রাজধানীতে বেড়েছে কাঁচামরিচসহ সব সবজির দাম
- আপডেট সময় : ০১:২৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজি, মাছ, মুরগিসহ সব রকম খাদ্যপণ্যের দাম। নতুন করে ঝাঁজ বেড়েছে কাঁচা মরিচের। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম তাই কিছুটা দাম বেড়েছে নিত্যপণ্যের।
ছুটির দিনেই সাধারণত সপ্তাহের বাজার করে থাকেন ক্রেতারা। আয় বাড়েনি অথচ প্রতিনিয়ত বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। এমন পরিস্থিতিতে দৈনিক ব্যয়ের হিসাব কঠিন হয়ে পড়ছে।
ভোক্তাদের নাভিশ্বাস হয়ে উঠার এমন চিত্রের দেখা মিললো রাজধানীর কাওরান বাজারের। ঈদের পরের সপ্তাহে দাম বেড়েছে বেশির ভাগ সবজির। অস্বাভাবিক হারে ঝাল বেড়েছে কাঁচা মরিচের। দাম এক লাফে দ্বিগুণ ১০০ টাকার কাচালঙ্কার বিক্রি হচ্ছে ২০০ টাকায়। বেগুন ৬০, টমেটো ১৪০ ও গাজর বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে।
স্বস্তি নেই প্রাণীজ আমিষের বাজারে। ব্রয়লার ১৫০ এছাড়া সোনালি মুরগি ২৮০-৩০০ টাকা কেজি দর। দেশি মাছেও চড়া দাম। তবে ইলিশ কেজি প্রতি রকমভেদে ১০০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
চালের বাজার ঘুরে দেখা গেছে আগের দামেই বিক্রি হচ্ছে চাল, ডাল বিভিন্ন ধরনের মসলাপাতি। নাজিরশাইল ৬৫ টাকা, আঠাশ ৫২, মিনিকেট ৬৮ কেজি দরে বিক্রি হচ্ছে।
ঈদের পর সরবাহ কম থাকায় বাজারে কিছু পণ্যের সংকট রয়েছে। স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে দুই একদিন। জানাচ্ছেন আড়ৎদাররা।




















