উপাত্ত সুরক্ষার প্রস্তাবিত খসড়ার আপত্তি খতিয়ে দেখা হবে : আইনমন্ত্রী

- আপডেট সময় : ০৮:৪৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
সব পক্ষের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত হবে উপাত্ত সুরক্ষা আইন। প্রস্তাবিত আইনে খসড়ায় থাকা বেশকিছু ধারা নিয়ে, সুশীল সমাজের আপত্তি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে এক অনুষ্ঠানের পর তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, গণমাধ্যমের কণ্ঠ রোধ নয়, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে সাইবার ক্রাইম ও সাইবার টেরোরিজম নিয়ন্ত্রণের জন্য।
ফেসবুক, টুইটার ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিতে উপাত্ত সুরক্ষা আইন করছে সরকার।
তবে প্রস্তাবিত আইনের খসড়া বিশ্লেষণ করে উদ্বেগ জানিয়েছে টিআইবিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। একই সঙ্গে আইনটি সংবিধানে দেওয়া মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন বিশিষ্টজনরা।
এমন পরিস্থিতিতে আইনমন্ত্রী জানান, সংশ্লিষ্ট সবার মত নিয়েই চূড়ান্ত হবে আইনটি।
আইনের বিভিন্ন ধারা নিয়ে সুশীল সমাজের আপত্তি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।
এর আগে, চীফ জুডিশিয়াল ও ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ অনুষ্ঠানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের উদ্দেশ্য সম্পর্কে কথা বলেন আনিসুল হক।