উপাচার্য অধ্যাপক ফরিদ আহমেদের পদত্যাগের দাবিতে মধ্যরাতে মশাল মিছিল

- আপডেট সময় : ০২:৪৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ আহমেদের পদত্যাগের দাবিতে মধ্যরাতে মশাল মিছিল করেন শিক্ষর্থীরা। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ মশাল মিছিল বিক্ষোভে এক হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন।
মিছিলটি উপাচার্যের বাসভবনের সামনে অনশনরত শিক্ষার্থীদের কাছ থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল সড়ক প্রদক্ষিণ করে কিলো রোডে গিয়ে শেষ হয়।এসময় শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অন্যদিকে অনশনরত আরও একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নেয়া হয়। শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে তাঁদের আন্দোলনের অষ্টম দিন গতকাল সিলেট শহরে একাধিক সংগঠন কর্মসূচি পালন করেছে। এতে ওই আন্দোলন আরও জোরালো হয়েছে। চলমান অনশনে মোট অসুস্থ ছয়জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।