উপসর্গ নিয়ে খুলনা ও ফেনীতে মারা গেছে ৪ জন
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:৪১:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
 - / ১৫৮১ বার পড়া হয়েছে
 
করোনা উপসর্গ নিয়ে খুলনায় ৩ জন ও ফেনীতে একজনসহ ৪ জনের মৃত্যু হয়েছে।
খুলনায় করোনা উপসর্গে রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর সাড়ে ৫টার মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্ণারে ৩ জনের মৃত্যু হয়েছে। খুমেকের ফ্লু কর্ণারের ফোকাল পার্সন আরএমও ডাঃ মিজানুর রহমান জানান, খুলনা মহানগরীর রায়ের মহল এলাকার মৃত মজিদ হাওলাদারের ছেলে দেলোয়ার হোসেন, মহানগরীর দৌলতপুর এলাকার রাজিব হোসেনের মেয়ে মিম ও সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সুশান্ত মণ্ডলের ছেলে রিপন মারা গেছে।
এদিকে, ফেনীর দাগনভূঞায় করোনা উপসর্গে মোহাম্মদ মোস্তফা নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় দাগনভূঞা পৌরসভার উত্তর শ্রীধরপুর গ্রামের বাড়িতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি মারা যান। পৌর কাউন্সিলর নুরুল হুদা সেলিম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
																			
																		














