উন্নয়নের ছোঁয়া নেই বগুড়ার ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারগুলোতে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২৬ বার পড়া হয়েছে
উন্নয়নের ছোঁয়া নেই, বগুড়ার ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারগুলোতে। অভাব-অনটনে চলছে দিন। সরকারি-বেসরকারি নানা উদ্যোগের পরেও এখনো পিছিয়ে আছে তারা।
ক্ষুদ্র নৃ গোষ্ঠীর বিপুল মানুষের বসবাস বগুড়ার ধুনট, শেরপুর, নন্দীগ্রাম এলাকায়। দখল আর অভাব- অনটনে জমি-জমা আর বসতভিটা হারিয়েছে তাদের অনেকেই। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, স্বাস্থ্য, সচেতনতাসহ নানা খাতে পিছিয়ে আছে তারা। হারিয়ে যাচ্ছে তাদের ভাষা ও সংস্কৃতি। পরিবারের সদস্য বাড়লেও বাড়েনি আয়। জীবন মানের উন্নতিও হয়নি তেমন একটা। আদি পেশাতেই জড়িয়ে আছে সবাই।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথা জানান এই জনপ্রতিনিধি।
নিজ ভাষায় শিক্ষা আর উন্নয়নে সমন্বিত উদ্যোগ চান ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের সদস্যরা।