উদ্বোধন হল কুষ্টিয়া-ঝিনাইদহ-কুষ্টিয়া-মেহেরপুর সড়ক ফোর লেনে রূপান্তরের কাজের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
যানজট নিরসনে কুষ্টিয়া-ঝিনাইদহ-কুষ্টিয়া-মেহেরপুর সড়কটিকে আধুনিক প্রযুক্তি-নির্ভর ফোর লেনে রূপান্তর কাজের উদ্বোধন হয়েছে।
সে আলোকে ৩শ’ কোটি টাকা ব্যয়ে শহরের বটতৈল মোড় থেকে ত্রীমোহনী মোড় পর্যন্ত ফোরলেনের কাজের জায়গা নির্ধারণ করা হয়। সকালে কুষ্টিয়া শহরের মজমপুর গেট ট্রাফিক অফিস চত্বরে মোড়ের আয়োজন, ড্রেন, ফুটপাত এবং ত্রীকোন বিশিষ্ট নাম ফলক নির্মাণের জায়গা নির্ধারণ করা হয়। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা আনুষ্ঠানিক ভাবে জায়গা নির্ধারণ করেন। এ সময় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানিমুল হক, ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।