উদাসীনতার কারনে রাজধানীতে সামাজিক দূরত্ব রক্ষা করা যাচ্ছে না

- আপডেট সময় : ০৭:২২:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
সেনাসহ আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতার পরও রাজধানীতে সামাজিক দূরত্ব রক্ষা করা যাচ্ছে না। বড় সড়কগুলো ফাঁকা থাকলেও অলিগলি ও পাড়া মহল্লার চিত্র পুরো বিপরীত। সেখানে দলবদ্ধভাবে চলাফেরা ও জটলার দৃশ্য হরহামেশাই নজরে পড়ে।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে কঠোর অবস্থানে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাদের তৎপরতায় ফাঁকাই রাজধানীর প্রধান সড়কগুলো।
নগরীর মোড়ে মোড়ে সেনা ও পুলিশের চেকপোস্ট নজরে পড়ার মতো। জরুরী প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়।
মহাসড়কগুলো একেবারে ফাঁকা থাকলেও, রাজধানীর অলিগলি, পাড়া মহল্লার চিত্র একেবারেই আলাদা। ঘরে থাকার নির্দেশনা না মেনে বেরিয়ে জটলা করছেন অনেকেই।
মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে ও সামাজিক দূরত্ব বজার রাখতে সবাইকে উদ্বুদ্ধ করছে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী।
বিদ্যমান পরিস্থিতিতে উপার্জনের পথ বন্ধ থাকায়, বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ।