উত্তাল ভারত, বিভিন্ন রাজ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিষিদ্ধ
- আপডেট সময় : ০৩:০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল ভারত। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সহিংসতার আশঙ্কায় রাজধানী দিল্লি, উত্তরপ্রদেশ, কর্নাটক, ব্যাঙ্গালুরুসহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ।
নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ করায় এরইমধ্যে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। এদিকে, বৃস্পতিবার সকাল ছয়টা থেকে ২১ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে বেঙ্গালুরুতে। গেলো বুধবার এই আইনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো বিক্ষোভে অংশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বুলেট দিয়ে গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না। লোকসভা ও রাজ্যসভায় পাশের পর গেলো বৃহস্পতিবার রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয় অমুসলিমদের নাগরিকত্ব দেওয়া সংক্রান্ত বিতর্কিত বিলটি। এরপরই থেকেই মোদি সরকারের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ ও সমালোচনা অব্যাহত রয়েছে।






















